লেখক: আবু জাফর
মাননীয় এমপি মহোদয় (চকরিয়া) সমীপে,জনাব, আপনার কাছে আপনার জিজ্ঞাসা (খোলা চিঠি ) এবং আশা করছি ক্ষমতার ব্যবহার না দেখিয়ে আমার প্রশ্ন গুলি বুঝায় চেষ্টা করে এর সমাধান করবেন। একজন নাগরিক হিসাবে ইহা আমার প্রাপ্য এবং একান্ত চাওয়া।
মাননীয় এমপি মহোদয় (চকরিয়া) সমীপে,জনাব, আপনার কাছে আমার জিজ্ঞাসা,
- জনাব, কোন অধিকার বলে দেওয়ানী মোকদ্দমা কে সম্পূর্ণ রূপে অগ্রাহ্য করে আমাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা কার্যবিধির অপপ্রয়োগ করার নির্দেশ আপনি দিয়েছেন?
- জনাব কোন অধিকার বলে জনগণের ভোটে দেয়া ক্ষমতার প্রয়োগ করে দেওয়ানি কার্যবিধির আদেশ বা নির্দেশ ছাড়াই এমনিই নিজের মতো করে থানা পুলিশের সহায়তায় সমাধানের লক্ষে আমার বাবার ন্যায্য মূল্যে কষ্টের টাকায় কেনা জমির ভাড়াটিয়াকে ভাড়া না দেওয়ার নির্দেশ দিলেন?
- এই যে, তিনি এতকাল ইটের ভাটা চালালেন, তারপর লক্ষ লক্ষ টাকা খরচ করে আফিয়া মডেল টাউন করার জন্যে মাটি ভরাট করলেন দেয়াল দিলেন, এতো বড় বিলবোর্ড (যা এখনও ওই জায়গায় গেলে দেখা যাবে ) লাগিয়েছিলেন প্লট বিক্রি করবেন বলে, তখন তারা কোথায় ছিল?
- নাকি ঐদিক দিয়ে এখন সরকার হাইওয়ের জন্যে ভূমি অধিগ্রহনের মোটা অংকের টাকার দিকে তাদের নজর?
- জনাব এমপি মহোদয় আমি জানতে চাই, আমার পরিবার বা আমার বাবা বা আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমাদের উপর জনগণের ভোট দেয়া ক্ষমতার অপব্যবহার করছেন ?
- জনাব নাকি, যার পক্ষ নিয়ে জনগনের ভোটে দেয়া ক্ষমতার ব্যবহার আমাদের উপর প্রয়োগ কছেন সে আপনার কোন বিশেষ ব্যক্তি?
- জনাব নাকি সে আপনার দলের জন্যে কোন গুরুত্ব পূর্ণ ব্যক্তিত্ব যে ইহা আপনার এখতিয়ারে পরে?
- “অজ্ঞতার কারণে কোনো ভুল হলে বা আমার প্রশ্ন বিব্রতকর আশা করি নগন্য জ্ঞান হীন ব্যক্তি হিসাবে ক্ষমা করে দিবেন”
জনাব, আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে একজন নগন্য ব্যক্তি হিসাবে আমাকে ক্ষমা করবেন। আমি হয়ত কোথাও বুঝতে ভুল করছি বা আমার কোথাও জানার ভুল রয়েছে, কারণ আপনি বা সবাই জমি বিক্রেতা জনাব, শাহাব উদ্দিন চৌধুরী কে, অভিযোগ দায়ের করা ব্যক্তি জনাব শাহাব উদ্দিন সাহেবের আপন ভগ্নি পতি জনাব ওবায়দুর রহমান সাহেব কে ভালো করে চিনেন এবং জানেন যে জমির ক্রেতা জনাব হাজী নুরুল কবির সাহেব ন্যায্য মূল্যে এই জমি বহুআগে খরিদ করেছেন এবং ভোগ দখলে আছেন।

এই বিষয়টি ও আপনার অজানা নয় জনাব হাজী নুরুল কবির সাহেব বহুবছর সেই সুনাম ধন্য YAB (ইউসুফ এন্ড ব্রাদার্স) ইট ভাটা চালিয়েছেন এবং এই অঞ্চলের বেশিরভাগ নির্মাণ কার্য সম্পাদিত হয়েছে সেই ইট দিয়ে, কারণ আপনি চকরিয়া কলেজের সেই সময়ের অধ্যায়ন রাত একজন ছাত্র ছিলেন এবং কলেজের কাছেই এই জমি।
আজকে ওই জমি তার হক (হাজী নুরুল কবির)টাকা দিয়ে কিনে ভগ্নিপতি দুলাভাইয়ের আভ্যন্তরীন কলহের জের আমার পরিবার ভোগ করছে, আমার পরিবারের সম্মান কলোষিত হচ্ছে এবং আমার বৃদ্ধ (৮৫ বছর) বাবাকে মিথ্যা অপবাদের কষ্ট হজম করতে হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া নিম্নের ফর্ম এর মাধম্যে আমার কাছে পাঠাতে পারবেন।